ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে এখনও বিদ্যমান : তাপস

স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও বাংলাদেশে বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে এসে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, জনগণ স্বাধীনতাবিরোধীদের মূল্যায়ন করে না। জনগণ সেই অপশক্তিকে সাপোর্ট করে না।


তিনি আরও বলেন, ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে বাঙাালি জাতির উদয় হয়েছিল। একটি নিরস্ত্র বাঙালি জাতি রূপান্তরিত হয়ে সশস্ত্র জাতিতে পরিণত হয়েছিল। বাঙালি জাতি বঙ্গবন্ধুর এই ভাষণের কথা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।


তাই আজকের এই দিনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে পেরে আমরা আনন্দিত, গর্বিত।


এর আগে, সকাল সাতটায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আরও একবার ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার মহানায়কের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করে।

ads

Our Facebook Page